Alexa সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ২২ রোহিঙ্গা উদ্ধার

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ২২ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৫৩ ১১ ফেব্রুয়ারি ২০১৯  

মালয়েশিয়ার যাওয়ার সময় উদ্ধার হওয়া রোহিঙ্গারা

মালয়েশিয়ার যাওয়ার সময় উদ্ধার হওয়া রোহিঙ্গারা

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় ২২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়।

তাদের মধ্যে ১১ শিশু, ১০ নারী ও একজন পুরুষ। তারা উখিয়ার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা শিবিরে থাকে। 

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, সদর ইউনিয়নের সমুদ্রোপকূল এলাকায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি জড়ো হচ্ছিল। সমুদ্রে তাদের জন্য বড় একটি জাহাজ নোঙর করে রাখা ছিল। কয়েকজন দালাল তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। তবে সেই দালালদের ধরা যায়নি।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আজ নিজ নিজ শিবিরে পাঠানো হবে।

ডেইলি বাংলাদেশ/এসআই

Best Electronics
Best Electronics