Alexa সফরে গাড়িতে বসে নামাজ আদায় করা যাবে কী?

প্রশ্নোত্তর

সফরে গাড়িতে বসে নামাজ আদায় করা যাবে কী?

মুফতী শহীদুল ইসলাম ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:০৪ ৯ ডিসেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

প্রশ্ন: আমার বাড়ি কক্সবাজার। ঢাকায় চাকরি করি। মাঝে মাঝেই বাড়িতে যাওয়া হয়। সাধারণত আমি রাতে যাই। আবার প্রয়োজনের কারণে দিনেও যেতে হয়। অনেক সময় দেখা যায়, বাসে নামাজ পড়ার মত মানুষ আমি একাই। আমার একার জন্য গাড়ি থামায় না। এখন জানার বিষয় হলো, গাড়িতে নামাজ পড়ার পদ্ধতি কী? বিস্তারিত জানতে চাই।

উত্তর: সম্ভব হলে গাড়ি থামিয়ে রাস্তার পাশে মসজিদে বা পবিত্র কোনো স্থানে নামাজ পড়তে হবে। আর গাড়ি না থামালে, গাড়ির মধ্যেই যথাসম্ভব কেবলামুখী হয়ে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবে। তাও সম্ভব না হলে, সিটে বসেই ইশারায় রুকু সিজদার সঙ্গে নামাজ আদায় করবে। সেক্ষেত্রে ওই নামাজ পুনরায় আদায় করতে হবে।

(সূরা নিসা: ১০৩, আলবাহরুর রায়েক ২/১১৩, ফাতহুল কাদীর ১/৪৮০, ফতওয়ায়ে শামী ২/১৪২, গুনিয়াতুল মুতামাল্লি ২৭৩, হিন্দিয়া ১/৭১,৩২, কাযিখান ১/৫৮, আহসানুল ফতোয়া ৪/৮৮, কিতাবুল ফতোয়া ২/১৬০)।

ডেইলি বাংলাদেশ/আরএজে