Alexa সদরঘাটে ভবন ধস, বাবা-ছেলে নিখোঁজ!

সদরঘাটে ভবন ধস, বাবা-ছেলে নিখোঁজ!

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:১২ ১৭ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর পাটুয়াটুলিতে (সদরঘাটে) একটি তিনতলা ভবন ধসে পড়েছে। ভবনের নিচে একজন ফল ব্যবসায়ী ও তার ছেলে আটকা পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ধসে পড়া ভবনে উদ্ধার কাজ শুরু করেছে।

স্থানীয়রা জানান, সদরঘাটের পাশে পাটুয়াটুলিতে পুরাতন একটি ভবনের নিচতলায় ভাড়া থাকতেন জায়েদ আলী ও তার ছেলে বাবলা। বুধবার সকালে জায়েদ আলীর ভাই তাদের বাসায় গেলে ভবনটি ধসে পড়া অবস্থায় দেখতে পান। ভোর থেকে বাবা ও ছেলে দুজনেরই ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলেও জানান তাদের স্বজনরা। তাদের আশঙ্কা ধ্বংসাবশেষের নিচে বাবা ও ছেলে চাপা পড়ে থাকতে পারে। 

সরেজমিনে দেখতে পাওয়া যায়, ভবনটি বহু পুরানো। ভবনটির ছাদ নির্মাণ করা হয়েছে চুন, মাটি ও সুরকি দিয়ে। পুরো স্থাপনাটি নির্মাণে কোনো রড ব্যবহার করা হয় নি। ঝুঁকিপুর্ণ হওয়ায় টানা বৃষ্টিতে ভবনটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এমএস

Best Electronics
Best Electronics