Alexa সঙ্গী না পেয়ে যা করল কুকুর ছানা (ভিডিও)

সঙ্গী না পেয়ে যা করল কুকুর ছানা (ভিডিও)

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:২১ ২২ জুন ২০১৯  

মুরগির বাচ্চাদের সঙ্গে খেলছে কুকুর ছানা। ছবি : টুইটারের সৌজন্যে

মুরগির বাচ্চাদের সঙ্গে খেলছে কুকুর ছানা। ছবি : টুইটারের সৌজন্যে

সারা সপ্তাহের কাজের পাশাপাশি নানান মানসিক চাপ মনে হয় এক লহমায় দূর হয়ে যায় যদি এ রকম একটা ভিডিও সামনে আসে। পিপলস ডেইলি, চিন তাদের টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, কয়েকটি মুরগির বাচ্চার সঙ্গে খেলা করছে একটি সাদা কুকুর ছানা। এরইমধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি।

৩৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের কুকুর এবং কয়েকটি মুরগির ছানা ঘুরে বেড়াচ্ছে। কুকুর ছানাটি সম্ভবত খেলার জন্য অন্য কোনো সঙ্গী পাচ্ছিল না। তাই বেচারা মুরগি ছানাগুলির সঙ্গেই খেলতে চাইছিল। আর মুরগি ছানাগুলোকে দেখে মনে হচ্ছিল, কুকুর ছানাটির সঙ্গে খেলতে তারা খুব একটা আগ্রহী ছিল না। তাই বার বার তাদের খেলতে ডাকছিল নানা ভাবে। কখনো সামনের দু’পা দিয়ে তাদের আলিঙ্গন করছিল। কখনো আবার আদর করে কামড়ে দিচ্ছিল। কখনো আবার মুরগি ছানাদের গায়ে আদরের ভঙ্গিতে পা বুলিয়ে দিচ্ছিল। কিন্তু কোনো কিছুতেই ঠিক তাদের খেলার সঙ্গী করতে পারছিল না। আবার হতে পারে এটাই কুকুর ছানাটির খেলা!

ভিডিওটির শুরুতেই পিছনের দিকে একটি ধূসর রঙের বিড়াল ছানাকেও দেখা যাচ্ছিল। সে মনে হয় এই কুকুর- মুরগির খেলায় খুব একটা আগ্রহী ছিল না। তাই একবার কুকুর ছানাটির কীর্তি কলাপ দেখে সেখান থেকে চলে যায়।

একাধিক অ্যাঙ্গেল থেকে এই গোটা ঘটনা রেকর্ড করা হয়েছে। কয়েক সেকেন্ডের একাধিক ভিডিওকে একসঙ্গে জুড়ে মোট ৩৩ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে পিপলস ডেইলি, চিন। এরইমধ্যে ৬৫ হাজারের ওপর ভিউ পেয়েছে ভিডিওটি। আর নেটিজেন আদরের মন্তব্যে ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্স।

 

ডেইলি বাংলাদেশ/এসআই