Alexa সঙ্গিনীকে অন্য পুরুষের সঙ্গে দেখে প্রবল মারামারির ভিডিও ভাইরাল!

সঙ্গিনীকে অন্য পুরুষের সঙ্গে দেখে প্রবল মারামারির ভিডিও ভাইরাল!

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:১৬ ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ১৭:৫৭ ৭ নভেম্বর ২০১৯

ভিডিও থেকে নেয়া

ভিডিও থেকে নেয়া

খাবারের খোঁজ সেরে বাড়ি ফিরেছিল স্বামী। ফিরে এসে দেখে স্ত্রী-র সঙ্গে রয়েছে অন্য এক পুরুষ। তা দেখেই তো স্বামীর মাথা গরম। তখন স্ত্রীকে তার ও ওই পুরুষের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলেন। কিন্তু স্ত্রী তাকে ছেড়ে অন্য পুরুষকে বেছে নেন। কিন্তু ঝামেলা এতে মেটেনি। এর পরই স্বামী ওই পুরুষের সঙ্গে মারামারি শুরু করে দেন। সেই মারামারি শেষ পর্যন্ত পৌঁছায় রক্তারক্তিতে।

এ রকম ঘটনা ঘটেছে পেঙ্গুইনদের মধ্যে। নিজের সঙ্গিনীকে অন্য পুরুষের সঙ্গে দেখে মারামারি করছে ‘স্বামী’ পেঙ্গুইন। সেই ঘটনার ভিডিও মঙ্গলবার নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে ‘ন্যাট জিও চ্যানেল’। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ভিডিওটি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের অ্যানিম্যাল ফাইট নাইট অনুষ্ঠানের একটি অংশ।

এতে দেখা যাচ্ছে, সঙ্গিনীকে নিয়ে দুই পুরুষ পেঙ্গুইনকে মারামারি করতে। সেই মারামারিতে দু’জনের গা দিয়েই রক্ত ঝরছে। জানা গিয়েছে, স্বামীর কাছে বন্ধু পেঙ্গুইন মারামারিতে হেরে যাওয়ার পর ফের স্বামীর কাছেই ফিরে আসে ওই স্ত্রী পেঙ্গুইন। 

দেখুন সেই ভিডিও

ডেইলি বাংলাদেশ/এমএইচ