Alexa সংবিধান ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে আপোষ করবে না সরকার

সংবিধান ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে আপোষ করবে না সরকার

নিজস্ব প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:১৯ ২ আগস্ট ২০১৯  

আওয়ামী লীগ সরকার কখনই বাংলাদেশের সংবিধান ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে আপোষ করবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিক্রিয়াশীল শক্তি অবশ্যই পরাজিত হবেই। তিনি প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচার আনোয়ারা বেগম- মুনিরা খান মিলনায়তনে মহিলা পরিষদের আয়োজনে 'মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, জেন্ডার  সংবেদনশীল ও মানবিক পাঠ্যবই  চাই' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট আব্দুল মোমেন, বিশিষ্ট  শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঘাতক দালাল নির্মুল কমিটির  সভাপতি শাহরিয়ার কবির, এনসিটিবি'র সদস্য মশিউজ্জান, উদীচীর সভাপতি শফীউদ্দিন, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। 

ডেইলি বাংলাদেশ/টিএসআই/আরএ