Alexa শ্রীদেবীর জন্মদিনে জাহ্নবীর আবেগঘন পোস্ট

শ্রীদেবীর জন্মদিনে জাহ্নবীর আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:২০ ১৩ আগস্ট ২০১৯   আপডেট: ২১:৩২ ১৩ আগস্ট ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

বলিউডের প্রথম নারী সুপারস্টার প্রয়াত শ্রীদেবীর আজ ৫৬ তম জন্মদিন। গতবছরের ফেব্রুয়ারিতে ভক্তকুলকে চিরদিনের মতো বিদায় জানিয়ে চলে যান তিনি। দুবাইয়ের একটি হোটেলে দুর্ঘটনায় মৃত্যু হয় তার। 

বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী

৫৬ তম জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই বলিউডের বহু তারকা শ্রীদেবীর ছবি পোস্ট করে স্মরণ করেছেন তাকে। তবে সবার মন ছুঁয়ে গেছে মেয়ে জাহ্নবী কাপুরের পোস্ট। ‘শুভ জন্মদিন মা। তোমায় খুব ভালোবাসি। আজ তোমায় বড্ড মিস করছি’ এই ক্যাপশন আর মায়ের কোলে বসে তোলা পুরনো ছবি দিয়ে শ্রীদেবীকে স্মরণ করেছেন তার মেয়ে জাহ্নবী।  ছবি আর পোস্ট দেখে ভক্তদের চোখে পানি মুখে হাসি।

দেখুন জাহ্নবীর শেয়ার করা সেই পোস্ট

জাহ্নবীর সঙ্গে সঙ্গে শ্রীদেবীকে স্মরণ করেন অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুরও। তিনি বলেন, অনেক পুরনো স্মৃতি আজ ভিড় করে আসছে। কিছু স্মৃতি মনে পড়লে আনন্দে মন উচ্ছ্বল। কিছু স্মৃতি চোখে ভিজিয়ে দিচ্ছে।

ডিজাইনার মণীশ মালহোত্রাও স্মরণ করেছেন বলিউডের এই এভারগ্রিন অভিনেত্রীকে। ছবি পোস্ট করে লিখএছেন, তোমায় মিস করছি শ্রী।

এবছর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বিশেষ সম্মান জানাবে শ্রীদেবীকে। শাহরুখ খানের সঙ্গে জিরো ছবিতে তার অভিনয়কে স্মরণ করে। প্রসঙ্গত, এই ছবি নিয়ে শ্রীদেবীর মোট ৩০০টি ছবিতে অভিনয় করেন। ২০১৩-তে তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে কেন্দ্রীয় সরকার।

ডেইলি বাংলাদেশ/আরএজে

Best Electronics
Best Electronics