Alexa শ্বশুরবাড়ি থেকে ফিরতে লাশ হলেন ব্যবসায়ী

শ্বশুরবাড়ি থেকে ফিরতে লাশ হলেন ব্যবসায়ী

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:৫৮ ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০০:৫৮ ২৩ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

নড়াইলের লোহাগড়ায় অটোরিকশার ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নড়াইল-লক্ষ্মীপাশা আঞ্চলিক সড়কের এড়েন্দা স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ শরীফ উপজেলার জয়পুর ইউপির চাচই গ্রামের হারুন শরীফের ছেলে। তিনি ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।

লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন জানান, শ্বশুরবাড়ি কাশিপুর ইউপির ইশানগাতি গ্রাম থেকে নিজ বাড়ি ফিরছিলেন এরশাদ। এড়েন্দা স্ট্যান্ডে গাড়ির জন্য দাঁড়ালে একটি অটোরিকশা পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে খুলনা সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।

ডেইলি বাংলাদেশ/এমআর