Alexa শ্বশুরকে বিষ দিয়ে হত্যা করল বড় বউ!

শ্বশুরকে বিষ দিয়ে হত্যা করল বড় বউ!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৩১ ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:৪৩ ২১ অক্টোবর ২০১৯

বদ্রীনাথ সরদার। ছবি: সংগৃহীত

বদ্রীনাথ সরদার। ছবি: সংগৃহীত

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে বড় ছেলে ও পুত্রবধূর বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

সোমবার ভারতের দক্ষিণ ২৪ পরগণায় ক্যানিংয়ের নিকারিকাটা অঞ্চলের বেলেখালি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। খবর- জিনিউজ।

জিনিউজ জানায়, বেশ কিছু দিন ধরেই বদ্রীনাথ সরদারের (৭২) সংসারে অশান্তি চলছিল। তিন ছেলের সংসারে বদ্রীনাথ ছিলেন বড় ছেলের কাছে। অভিযোগ উঠেছে, বাবার সম্পত্তি বড় ও মেজো ছেলে লিখিয়ে নিয়েছে। এ নিয়ে তিন ছেলের মধ্যে বিরোধ ছিল।

প্রতিবেশীর দাবি, সম্প্রতি ক্যানিংয়ে ছোট ছেলের কাছে গিয়েছিলেন বদ্রীনাথ। বিষয়টি নিয়ে বড় ছেলে ও বউ’র মধ্যে বিরোধ শুরু হয়। তার জেরেই নাকি খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয় বড় ছেলে ও বউ। বাড়ির মেজ বউও এমন অভিযোগ করেছেন।

ঘটনার পরপরই অসুস্থ অবস্থায় বদ্রীনাথকে ক্যানিংয়ের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও ওই বৃদ্ধকে বাঁচানো যায়নি।

এদিকে ঘটনার তদন্তে ক্যানিং মহকুমা হাসপাতালে যায় ক্যানিং থানা-পুলিশ। এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডআর