Alexa শ্বশুরকে ঝাড়ু পেটা, বিচার চাইতে থানায়

শ্বশুরকে ঝাড়ু পেটা, বিচার চাইতে থানায়

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:২৪ ১৬ মে ২০১৯   আপডেট: ২১:৪০ ১৬ মে ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের মণিরামপুর উপজেলার চাপাকোনা গ্রামে বৃহস্পতিবার অশীতিপর এক বৃদ্ধকে ঝাড়ু দিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় বৃদ্ধ দুলাল মণ্ডল অভিযোগ নিয়ে থানায় হাজির হন।

দুলাল মণ্ডল অভিযোগে উল্লেখ করেন, চার ছেলের মধ্যে বড় ছেলে ভারতে থাকেন। ছোট তিন ছেলের সঙ্গে উপজেলার চাপাকোনা গ্রামে থাকেন তিনি। বাড়ির একমাত্র টয়লেট বেশ উঁচু হওয়ায় সেখানে ওঠা-নামায় কষ্ট হয় তার। বৃহস্পতিবার দুপুরে তিনি টয়লেট সেরে বের হলে ভেতরে পরিবেশ নষ্ট করার অভিযোগ তোলেন ছোট ছেলে শুকদেব মণ্ডলের স্ত্রী মাধুরী মণ্ডল। একপর্যায়ে বাড়িতে কেউ না থাকায় মাধুরী শ্বশুরকে ঝাড়ু দিয়ে মারধর করেন।

দুলাল মণ্ডল বলেন, গ্রামের মেম্বার রফিকুলকে বিষয়টি জানানো হলে সে বিচার করতে পারবে না বলে জানিয়েছে। তাই বিচার চাইতে থানায় এসেছি।

তবে এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূ মাধুরী ও মেম্বার রফিকুলের বক্তব্য জানা যায়নি।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনে ডিউটি অফিসারকে লিখিত অভিযোগ নিতে আদেশ দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর