Alexa শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:২৩ ১ আগস্ট ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শোকের মাস আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। 

বৃহস্পতিবার প্রথম প্রহরেই এই মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির শুরু হয়। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। 

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যরা। 

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে একই কর্মসূচি পালন করা হয়।

ডেইলি বাংলাদেশ/আরএ