Alexa শেষ রাতে ।। শামীমা আখতার

শেষ রাতে ।। শামীমা আখতার

কবিতা ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫০ ৬ ফেব্রুয়ারি ২০১৯  

আজ ভোর বেলায় ঘুম ভাঙলে
কার কথা মনে পড়লো তোমার?

দুঃখ নিয়ে ঘুম ভাঙলে
দুঃখ জেগে রয়।
ভোর বেলায় খুব বৃষ্টি হয়ে গেলো
ঘুম ভেঙ্গে দরজা খুলেই দেখি
সাদা বেড়ালটা ভিজে চুপসে একাকার
মা বললেন,আাহারে...
ওর বুঝি কোথাও থাকবার জায়গা নেই,
তোমার বাড়িতে বেড়াল নেই,
না হলে একটা ছোট্ট প্রাণীরর জন্য
তোমারও মনে ভীষণ  দাগ কাটতো।
মাঝে মাঝে আমারও
কি যেন হয়,
ইচ্ছে করে পৃথিবীরর সব
মানুষ গুলোকে ভালোবেসে ফেলি।
পরমুহু্র্তে আবার চোখ মুছি।
সময়ের সাথে সাথে
এই ব্যাথা আরোও তীব্র হবে।
একদিন তোমারও চোখের নীচে
অকারনে ভিজে উঠবে দেখো।
আর ভাবনায় পড়বে
পৃথিবী  ভয়ংকর মায়ার জায়গা।

Best Electronics
Best Electronics