‘শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ব’
পিরোজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:৩১ ১৯ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার নেতৃত্বেই আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব।
বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তৃণমূলের অনেক নেতাকর্মী দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তৃণমূল নেতাকর্মীদের নিয়েই দলকে সংগঠিত করতে হবে। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল, সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি মো. শাহজাহান খান তালুকদার, সৈয়দ শাহ আলম, অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দফতর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদার প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এআর