Alexa শেখ হাসিনার জন্মদিনে ইতালি আওয়ামী লীগের কর্মসূচি

শেখ হাসিনার জন্মদিনে ইতালি আওয়ামী লীগের কর্মসূচি

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৩৭ ২৭ সেপ্টেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

আধুনিক ও ডিজিটাল বাংলাদেশের রূপকার, মাদার অব হিউম্যানিটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করতে যাচ্ছে ইতালি আওয়ামী লীগ।

সম্প্রতি দেশটির একটি অভিজাত হোটেলে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় ফুড অব রোমা রেস্টুরেন্ট ভিত্তোরিওতে দোয়া ও মিলাদের আয়োজন হবে। 

ইতালি আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে মুজিব আদর্শের সৈনিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় ও সহ-সভাপতি আব্দুর রউফ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগ, ইতালি মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ইতালি শাখা, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

ডেইলি বাংলাদেশ/এমকেএ/এমআরকে