Alexa শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৩:২৬ ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৩:২৯ ১৪ আগস্ট ২০১৯

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করে লোটে শেরিং এ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

টেলিফোনে লোটে শেরিং ঈদুল আজহার শুভেচ্ছা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে ভুটানের রাজা, প্রধানমন্ত্রী ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

দু’জনের মধ্যে ১০ মিনিট স্থায়ী এ টেলিফোনে উভয় প্রধানমন্ত্রী দু’দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

গেল সোমবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দলীয় নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, বিচারকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ডেইলি বাংলাদেশ/আরএ

Best Electronics
Best Electronics