Alexa শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট শুরু আজ

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট শুরু আজ

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:৩৫ ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৮:৪৭ ১৯ অক্টোবর ২০১৯

আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট।

নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী মালদ্বীপের টিটি স্পোর্টসের মোকাবেলা করবে।

ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম আবাহনী দলের নেতৃত্ব দিবেন জামাল ভূঁইয়া।

চট্টগ্রাম আবাহনীর কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের অভিজ্ঞ কোচ মারুফুল হক।

এই গ্রুপের অপর তিন দলই শক্তিশালী হওয়ায় প্রথম ম্যাচেই জয় চাচ্ছে চট্টগ্রাম আবাহনী।

ডেইলি বাংলাদেশ/আরএ/টিআরএইচ