Alexa শুরু হলো বাফুফে বর্তমান কমিটির প্রথম এজিএম

শুরু হলো বাফুফে বর্তমান কমিটির প্রথম এজিএম

ক্রীড়া প্রতিবেদক  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৩৪ ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ১২:৩৫ ১৬ নভেম্বর ২০১৯

ছবিঃ ডেইলি বাংলাদেশ

ছবিঃ ডেইলি বাংলাদেশ

ক্রীড়াক্ষেত্রে দেশের দ্বিতীয় বৃহত্তম ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমান কমিটি ক্ষমতায় আছে প্রায় সাড়ে তিন বছর। এতদিনেও করতে পারেনি বার্ষিক সাধারণ সভা। অবশেষে এজিএম করছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। সকাল ১১টায় শুরু হয়েছে সভা।

শনিবার গাজীপুরের সারাহ রিসোর্টে শুরু হয়েছে এই সাধারণ সভা। সারা বছর কর্মকাণ্ড ঢাকায় হলেও বাফুফে বার্ষিক সাধারণ সভা (এজিএম) হচ্ছে ঢাকার অদূরে।

এজিএমে এসে দেখা যাচ্ছে এলাহি কারবার। এ যেন বাফুফে সদস্যদের বিনোদনের ব্যবস্থা। শোনা যাচ্ছে বাফুফে এজিএমের জন্য প্রায় ৪৫ লাখ টাকা খরচ করছে। তবে গত বৃহস্পতিবার বাফুফের নির্বাহী সভায় এমন কোনো অনুমোদন নেয়া হয়নি।

সভা সূত্রে জানা গেছে, এজিএমে সাত থেকে আটজন জেলার কাউন্সিলরকে প্রবেশ করতে দেয়া হবে না দেরিতে নাম পাঠানোর জন্য। এ বিষয়ে বেশ বাগবিতণ্ডা  হয় সভায়। এ ছাড়া এজিএমের ঠিক আগ মুহূর্তে বিভিন্ন ক্লাবগুলোকে অর্থ দেয়া ফিফা আইন বিরুদ্ধ বলেই মনে করছেন কেউ কেউ।

আজ (শনিবার) ক্লাব ও জেলার কর্মকর্তারা সরাসরি গাজীপুর চলে এসেছে। এবারের এজিএমে গত তিন বছরের বাজেট পাস করা হবে বলেও জানা গেছে।

বাফুফে মিডিয়া সুত্রে জানা গেছে, একবারেই শেষ হবে সভা। মাঝে কোন ব্রেক থাকবে না। সভা শেষেই হবে লাঞ্চ।

ডেইলি বাংলাদেশ/এএল