শুভ জন্মদিন মান্না
প্রকাশিত: ১৪:১৫ ৬ ডিসেম্বর ২০১৮ আপডেট: ১৪:১৫ ৬ ডিসেম্বর ২০১৮

ফাইল ছবি
আজ ৬ ডিসেম্বর ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক মান্নার জন্মদিন। ১৯৬৪ সালে আজকের এই দিনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। তার আসল নাম এস এম আসলাম তালুকদার। মান্না শুধু নায়কই ছিলেন না । তিনি একাধারে নায়ক, প্রযোজক ও সংগঠক ছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রির খারাপ সময়ে একাই হাল ধরে বহু হিট, সুপার হিট ছবি উপহার দিয়েছিলেন মান্না। ইন্ডাস্ট্রির মানুষ এখনও নায়ক মান্নাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।
গুণী এ অভিনেতার জন্মদিন উল্লেখ করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় নায়ককে। তবে মান্নার জন্ম তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আজ ৬ ডিসেম্বর মান্নার জন্মদিন। তবে মান্নার ঘণিষ্ঠ সূত্রে জানা গেছে, মান্নার জন্মদিন পয়লা বৈশাখ। এদিকে পাসপোর্টে জন্মদিন উল্লেখ করা আছে ০১ জানুয়ারি।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পরই ১৯৮৪ সালে তিনি নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর থেকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং চলচ্চিত্র অঙ্গনে তার শক্ত ভিত্তি গড়ে তোলেন। সমগ্র চলচ্চিত্র জীবনে তিনি মোট ২৪৫ টি ছবিতে কাজ করেছেন।
মান্নার প্রথম অভিনীত ছবির নাম তওবা, কিন্তু প্রথম মুক্তি পায় পাগলি ছবিটি। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাসেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন। এর আগে সব ছবিতে মান্না ২য় নায়ক হিসেবে অভিনয় করেছেন। কাসেম মালার প্রেম ছবিটি দর্শকের মাঝে সাড়া ফেলার কারনে মান্না একের পর এক একক ছবিতে কাজ করার সুযোগ লাভ করেন। এরপর কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ও ত্রাস ছবির কারনে তাঁর একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়।
এরপর মোস্তফা আনোয়ার এর অন্ধ প্রেম, মনতাজুর রহমান আকবর এর প্রেম দিওয়ানা, ডিস্কো ড্যান্সার, কাজী হায়াত এর দেশদ্রোহী, আকবরের বাবার আদেশ ছবিগুলো মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করে। ১৯৯৮ সালে মুক্তি পায় শান্ত কেনো মাস্তান ও ১৯৯৯ সালে আকবরের 'কে আমার বাবা', কাজী হায়াত এর আম্মাজান, রায়হান মুজিব ও আজিজ আহমেদ বাবুল এর খবর আছে, মালেক আফসারী পরিচালিত এবং তার প্রযোজিত ২য় ছবি লাল বাদশা মতো সুপারহিট ছবি।
মান্না শুধু চলচ্চিত্র অভিনেতাই ছিলেন না, তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যতগুলো ছবি প্রযোজনা করেছেন, প্রতিটি ছবি ব্যবসাসফল হয়েছিল। ছবিগুলো হচ্ছে লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই ও পিতা মাতার আমানত।
২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মান্না মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর টাঙ্গাইলে তার নিজ গ্রাম এলেঙ্গায় তাকে সমাহিত করা হয়।মৃত্যুর পূর্বপর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এনএ/টিআরএইচ
- ঈশা আম্বানিকে শ্বশুরের আকাশ ছোঁয়া উপহার!
- ভিক্ষা করছেন চম্পা!
- সোনাক্ষীকে বিয়ে করে 'চির কুমার' খেতাব মুছবেন সালমান!
- বিয়ে হতে না হতেই গর্ভবতী প্রিয়াঙ্কা!
- আর মাত্র ৪৫ দিন বাঁচবেন আসিফ!
- ‘মা’ গানে মাতালেন নোবেল, কাঁদালেন মঞ্চ (ভিডিও)
- ‘বিশ্ব সুন্দরী’র মুকুট পড়া হলো না ঐশীর
- মেয়ে সমকামী, প্রশংসা করলেন বাবা!
- গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সোনু নিগম
- বিশ্বের আদর্শ ফিগারের নারী কেলি ব্রুক
- উদ্দাম মেলামেশার ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস নায়িকার!
- তামান্নার অন্তরঙ্গ ছবি, রয়েছে শারীরিক সম্পর্ক!
- মিয়া খলিফায় মজেছে ঢাকা, খুলনায় সানি লিয়ন
- ভাইরাল জন-মিথিলা, সোশ্যাল মিডিয়ায় ঝড়!
- সানি লিওনের সঙ্গে হিরো আলম!