Alexa হঠাৎ শাকিব-মিশার গোলাগুলি!

হঠাৎ শাকিব-মিশার গোলাগুলি!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:২৫ ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১২:৩১ ৮ ডিসেম্বর ২০১৯

মিশা ও সাকিব

মিশা ও সাকিব

সম্প্রতি গাজীপুরের পূবাইলে শুরু হয়েছে ‘বীর’ সিনেমার শুটিং। নির্মাতা কাজী হায়াতের পঞ্চাশতম সিনেমাটি প্রযোজনা করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার খ্যাত চিত্রনায়ক শাকিব খান। সহ-প্রযোজক হিসেবে আছেন শাকিব খানের বন্ধু মো. ইকবাল। 

গেল ২৬ নভেম্বর থেকে পূবাইলে ‘বীর’ সিনেমার অ্যান্ড ক্লাইমেক্সের শুটিং শুরু হয়। আর শনিবার সিনেমাটির অ্যাকশন দৃশ্যধারণের কাজ করা হয়।  এতে শাকিব খান, চিত্রনায়িকা বুবলি, মিশা সওদাগরসহ অন্যান্য শিল্পীরা অংশ নেন।  

এক শুটিংয়ের দৃশ্যে দেখা যায়, শাকিব খান হাতে পিস্তুল হাতে নিয়ে মিশা সওদাগরের বিশাল বাহিনীর সঙ্গে গোলাগুলি করছেন। মিশা সওদাগরও বাহিনী নিয়ে গুলি ছুড়তে ছুড়তে শাকিব খানের দিকে এগিয়ে আসছেন। 

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা কাজী হায়াত জানান, শিগগিরই সিনেমাটির কাজ শেষ করতে চাই। অনেক দৃশ্যধারণ করছি। এখন মারামারি  দৃশ্যের কাজ চলছে। এই দৃশ্যধারণের পর ছবির কিছু সিক্যুয়েল শেষ করে সম্পাদনার কাজ করা হবে। এরপর গানগুলোর কাজ শেষ করেই ছবিটি পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুত করব।

ডেইলি বাংলাদেশ/জেডআর/টিএএস