Alexa শীতলক্ষ্যায় নৌকা থেকে পড়ে মাঝি নিখোঁজ

শীতলক্ষ্যায় নৌকা থেকে পড়ে মাঝি নিখোঁজ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:০২ ১৭ অক্টোবর ২০১৯  

শীতলক্ষ্যা নদী

শীতলক্ষ্যা নদী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রী পারাপারের নৌকা থেকে পড়ে মাঝি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোহাম্মদ আলী রূপগঞ্জ ইউপির দক্ষিণ নবগ্রামের আয়েব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মুড়াপাড়া মঙ্গলখালী ঘাট থেকে যাত্রী নিয়ে রূপগঞ্জ ঘাটে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে যান মোহাম্মদ আলী। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা দিনভর খুঁজেও তাকে উদ্ধার করতে পারেনি।

রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান বলেন, নিখোঁজ মোহাম্মদ আলীকে এখনো খোঁজা হচ্ছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ডেইলি বাংলাদেশ/এআর