শিশু হত্যার ১৬ বছর পর আসামির যাবজ্জীবন
হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৪৮ ৯ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের লাখাইয়ে বলাৎকারে ব্যর্থ হয়ে শিশু রুবেল মিয়াকে হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিম রেজা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত রায়হান মিয়া ওরফে জাবেদ রায়হান ঢাকার রমনা থানার শিকদার বাড়ি এলাকার শাহজাহান মোল্লার ছেলে। তবে উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুল হাই রায়হানকে দত্তক আনেন।
আদালতের পিপি আব্দুল আহাদ ফারুক জানান, ২০০৩ সালের ৮ আগস্ট একই গ্রামের শরীফ মিয়ার ছেলে রুবেলকে মাছ ধরার কথা বলে নৌকায় করে পার্শ্ববর্তী হাওরে নিয়ে বলাৎকারের চেষ্টা চালায় রায়হান। এ সময় শিশুটি চিৎকার করলে রায়হান ক্ষিপ্ত হয়ে তার হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয়। ঘটনার তিনদিন পর হাওরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
১১ আগস্ট মরদেহ উদ্ধারের পর রায়হানকে আসামি করে লাখাই থানায় হত্যা মামলা দায়ের করেন রুবেলের বাবা। ২০০৫ সালের ৫ অক্টোবর লাখাই থানার তৎকালীন এসআই শাহজাহান মিয়া তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ১৬ বছর পর ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।
ডেইলি বাংলাদেশ/এমআর