Alexa শিশু রমজান হত্যাকাণ্ডে খালা-খালু গ্রেফতার

শিশু রমজান হত্যাকাণ্ডে খালা-খালু গ্রেফতার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩০ ১৯ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ার সিংগা গ্রামের শিশু রমজান শেখ হত্যাকাণ্ডে খালা-খালুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিংগা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন লাকী বেগম এবং তার স্বামী হাবিবুর রহমান। এর আগে শিশুটির বাবা ইলিয়াস শেখ ও মামা মো. ইউসুফ শেখকে গ্রেফতার করা হয়। তাদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে । 

লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন জানান, রমজান সিংগা-মশাঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো। বুধবার সকালে স্কুলে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে সন্ধ্যার আগে তার নানার বাড়ি কাছের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। 

তিনি আরো জানান, রমজানের মরদেহ উদ্ধারের পর থেকেই সৎ মা তাহমিনা পলাতক রয়েছেন। এ ঘটনায় শিশুর নানা মামলা করেছেন। 

তবে নানা হবিবর রহমান শেখ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে রমজানের বাবা ইলিয়াস শেখ ও সৎ মা তাহমিনা বেগমকে আসামী করে থানায় এজাহার জমা দিয়েছিলাম। অথচ এখন দেখছি এজাহারে ওই দুজনের নাম নাই। 

তবে ওসি বলেন, বাদির দেয়া লিখিত এজাহারই এন্ট্রি করেছি। আদালতে গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/জেএস