Alexa শিশুর দাবি পূর্বজন্মে সে-ই নাকি প্রিন্সেস ডায়না ছিলেন

শিশুর দাবি পূর্বজন্মে সে-ই নাকি প্রিন্সেস ডায়না ছিলেন

ফিচার ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৪৪ ১৯ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিশুরা মনগড়া গল্প বলতে ভালবাসে তা সবাই জানে। কিন্তু অস্ট্রেলিয়ার এক কিশোর গত দু’বছর ধরে যা বলে চলেছে তা শুনে সবাই তাজ্জব। তার দাবি পূর্বজন্মে সে-ই নাকি ছিল রাজকুমারি ডায়না। বিলি ক্যাম্পবেল‚ অস্ট্রেলিয়ান সঞ্চালক ডেভিড ক্যাম্পবেলের ছেলের জন্ম হয় ডায়নার মৃত্যুর ১৮ বছর পর। বিলির বাবা ডেভিড জানিয়েছেন ঘটনার সূত্রপাত দু’বছর আগে যখন বিলি ডায়নার ছবি দেখে বলেছিল ‘দ্যাখো‚ এটা আমি যখন রাজকুমারি ছিলাম।’

এখানেই শেষ নয়, বিলি মাঝে মধ্যেই ডায়নার ছোট বয়সের এমন সব ঘটনার কথা উল্লেখ করে যা তার জানার কথাই নয়। এছাড়াও বিলি মাঝে মধ্যেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলার সময় উইলিয়াম এবং হ্যারিকে নিজের ছেলে বলে সম্বোধন করে থাকে।

তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো বিলি‚ ডায়নার ভাই জন সম্পর্কেও কথা বলেছে। জন্মানোর এক বছর বাদে জনের মৃত্যু হয়েছিলো। বিলি নাকি জনকে নিজের ভাই বলেই সম্বোধন করে। ছোট্ট ছেলের মুখে এই ধরণের কথা শুনতে বড়ই অদ্ভূত লাগে জানিয়েছেন ডেভিড ক্যাম্পবেল।

ডিইলি বাংলাদেশ/জেএমএস

Best Electronics
Best Electronics