Alexa শিশুপুত্রকে বক্স খাটে ভরে প্রেমিকের সঙ্গে পালালো মা!

শিশুপুত্রকে বক্স খাটে ভরে প্রেমিকের সঙ্গে পালালো মা!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩০ ২৮ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বক্স খাটের মধ্যে শিশুপুত্রকে ভরে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। বক্স খাটের মধ্য থেকে আড়াই বছরের শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ওই নারী এবং তাঁর প্রেমিকের কোনও খোঁজ পাওয়া যায়নি।

রোববার ভারতের পাঞ্জাবের চণ্ডীগড়ের কাছে বুড়েল গ্রামে এই ঘটনা ঘটেছে। শিশুটির বাবা দশরথ পেশায় বিদ্যুৎকর্মী। তিনি জানিয়েছেন, বাড়ি ফিরে স্ত্রী-ছেলে কাউকেই দেখতে পাননি তিনি। ভেবেছিলেন ছেলেকে নিয়ে স্ত্রী বোধহয় বাবার বাড়ি গিয়েছেন।

কিন্তু স্ত্রীকে ফোন করতেই ভুল ভাঙে তাঁর। বক্স খাটের মধ্যে ছেলে রয়েছে বলে জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে ছেলেকে বের করেন তিনি। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির।

এর পর দশরথ নিজেই পুলিশে খবর দেন। স্ত্রী ছেলেকে খুন করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন বলে জানান। শিশুটির মুখের ভিতর একটি দস্তানা ঢোকানো ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সেক্টর-৩৪ থানায় ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই মহিলা এবং তাঁর প্রেমিকের নাগাল পাওয়া যায়নি।

সূত্র: আনন্দবাজার

ডেইলি বাংলাদেশ/মাহাদী