Alexa শিশুদের ইন্টারনেট থেকে দূরে রাখতে দেয়া হলো মুরগির বাচ্চা

শিশুদের ইন্টারনেট থেকে দূরে রাখতে দেয়া হলো মুরগির বাচ্চা

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০৫ ২২ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্টারনেটে আসক্তি কমাতে শিশুদের দেয়া হলো মুরগির বাচ্চা এবং মরিচের বীজ। ইন্দোনেশিয়ার একটি শহর কর্তৃপক্ষ অভিনব এ পদ্ধতি শুরু করেছে। 

সিএনএন জানায়, দেশটির রাজধানী জাকার্তা থেকে দেড়শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বানডাং শহর কর্তৃপক্ষ দুই হাজার মুরগির বাচ্চা ও দেড় হাজার মরিচের বীজ বিতরণ করে।

শিশুদের স্মার্টফোন ও স্মার্টটিভি থেকে দূরে রাখতে ১২টি স্কুলের মধ্যে এই সব উপকরণ বিতরণ করা হয়। মুরগির বাচ্চা লালনপালন ও বীজ বুনে গাছের পরিচর্যায় কমবে শিশুদের স্ক্রিন আসক্তি, এমনটিই আশা প্রকাশ করছেন কর্তৃপক্ষ।

এই সপ্তাহের শুরুতে শিশুদের নিয়ে এই পাইলট প্রোগ্রামটি উদ্বোধন করেন শহরের মেয়র ওডেড এম দানিয়েল। তিনি শিশুদের হাতে মুরগির বাচ্চা ও বীজ তুলে দেন।

গ্লোবাল ডিজিটাল রিপোর্ট ২০১৯ থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার মানুষ গড়ে প্রতিদিন সাড়ে আট ঘণ্টারও বেশি অনলাইনে সময় কাটায়।  

ডেইলি বাংলাদেশ/এমএইচ