Alexa শিশুকে শিকার করতে ভয়ংকর রূপে বাঘ

শিশুকে শিকার করতে ভয়ংকর রূপে বাঘ

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:১০ ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৪:১৪ ১৯ জানুয়ারি ২০২০

ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট

ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট

‘বিগ ক্যাট‘ প্রজাতির প্রাণীর মধ্যে রয়েল বেঙ্গল টাইগার অন্যতম। যেটি অন্যান্য হিংস্র প্রাণীদের মতো ভয়ংকর। সেটি হোক বন্দী বা মুক্ত। সম্প্রতি একটি চিড়িয়াখানায় বন্দী থাকা বাঘ এক শিশুকে শিকারের জন্য আক্রমণ করে। তবে ওই শিশু মধ্যে ভয় কাজ করেনি। বরং শিশুটি হেসেই চলেছিল। এমন দৃশ্য নিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

৩৬ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেন জুলিয়া মারিয়া ক্যাপিলো নামের এক ফেসবুক ব্যবহারকারী। তিনি ওই ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, এটি বিনোদন নয়, বরং ভয়ংকর। টাইগাররা প্রকৃতিগতভাবে হিংস্র প্রাণী। তারা চিড়িয়াখানার বন্দীদশায় মাইলের পর মাইল হাঁটতে পারে, শিকার করতে পারে।

আরো পড়ুন>>প্রথম দিনেই দেড় হাজার উটকে গুলি করে মারলো অস্ট্রেলিয়া<<

ভিডিওটিতে দেখা যায়, একটি রয়েল বেঙ্গল টাইগার পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে আমে। এরপর একটি শিশুকে শিকার করতে বাঘটি তাক করে। ওই সময় শিশুটি পেছন দিকে তাকিয়ে বাঘটিকে দেখে মুচকি হাসি দিতে থাকে। পরে ঘাড় ফেরাতেই বাঘটি শিশুকে শিকার করতে আক্রমণ চালায়। তবে চিড়িয়াখানার স্বচ্ছ গ্লাসের সীমানার সঙ্গে বাঘটি বড় ধাক্কায় খায়। এতে রক্ষা পায় শিশুটি। ওই সময় শিশুর সঙ্গে থাকা লোকেরা হাসিতে ফেটে পড়েন।

>>ভিডিও দেখতে ক্লিক করুন<<

ডেইলি বাংলাদেশ/এমকেএ