Alexa শিশুকে আদর করে চুমু খাচ্ছে পাইথন (ভিডিও)

শিশুকে আদর করে চুমু খাচ্ছে পাইথন (ভিডিও)

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:০৭ ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৫:৩২ ২২ সেপ্টেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হলুদ রঙের বিশাল এক পাইথন। এই সাপটির সঙ্গে ছোট্ট বাচ্চা মেয়েটির খেলতে কোনো ভয় নেই। আর সাপটিও মেয়েটির সঙ্গে প্রিয় বন্ধুর মতো আচরণ করছে। আদর করে মেয়েটির কপালে-নাকে চুমু খাচ্ছে। 

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একটি বড় হলুদ রঙের পাইথনের কাছেই একটি বাচ্চা মেয়ে বসে রয়েছে। দুজনে খেলা করছে। খেলতে খেলতেই সাপটি তার মুখ শিশুটির মুখের দিকে এগিয়ে নিয়ে যায়। পরম যত্নে শিশুটির কপালে-নাকে চুমু খেয়ে নেমে পড়ে সাপটি! 

এ ঘটনায় শিশুটি একটুও ভয় না পেয়ে হাসতে থাকে। বিষয়টি যে তার কাছে বেশ স্বাভাবিক ও মজার লেগেছে, ওই ভিডিওতে তা স্পষ্টই বোঝা যায়।

এদিকে ১২ সেপ্টেম্বর পোস্ট হওয়া এমনই একটি ভিডিও এরই মধ্যে এক কোটি ১৯ লাখ বার দেখা হয়েছে। পাশাপাশি বহু শেয়ার ও লাইক হচ্ছে।

ভিডিওটি দেখতে এখানে  ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/জেডআর