Alexa শিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুতে স্পিকারের শোক

শিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুতে স্পিকারের শোক

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৫০ ১৯ অক্টোবর ২০১৯  

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চিত্রশিল্পী কালিদাস কর্মকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চিত্রশিল্পী কালিদাস কর্মকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় স্পিকার বলেন, একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী কালিদাস কর্মকার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট শিল্পী হারালো। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক জগতে জন্য এক অপুরণীয় ক্ষতি।

শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক, শিল্পকলা পদকসহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন এই গুণী চিত্রশিল্পী।

স্পিকার প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও কালিদাস কর্মকারের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ