Alexa শিবগঞ্জে বাড়িতে ঢুকে কামড়াচ্ছে পাগলা শিয়াল, আহত ৬

শিবগঞ্জে বাড়িতে ঢুকে কামড়াচ্ছে পাগলা শিয়াল, আহত ৬

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:২৭ ১৮ নভেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জে দিনে দুপুরে বাড়িতে ঢুকে পাগলা শিয়াল কামড়াচ্ছে। গত কয়েকদিনে পাগলা শিয়ালের আক্রমণের শিকার হয়ে বালুকচড়া গ্রামের তিনজন ও আলীগ্রামের তিনজন মারাত্মক আহত হয়েছেন।

শিয়ালের কামড়ে আহতরা বলেন, সোমবার সন্ধায় হঠাৎ করে আমাদের বাড়ির মধ্যে এসে কোনো কিছু বুঝার আগেই কামড় দেয়। 

জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির বালুকচড়া গ্রামে শিয়ালের কামড়ে মোবারক (৬২) মেহেরুন (৩৫) সুমাইয়া (৫) ও আলীগ্রামের এনামুল (৩০), সাজেদা (৪০) ও মনোয়ারা (৬০) আহত হয়ে স্থানীয়ভাবে আলীগ্রামের স্বাস্থ্য সহকারী রায়হানুল হকের কাছে চিকিৎসা নিয়েছেন।

শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য সহকারী রায়হানুল ইসলাম বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তাদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদেরকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে দ্রুত চিকিৎসা নেয়ার জন্য বলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ