Alexa শাহজাদপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

শাহজাদপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:০৩ ২৩ নভেম্বর ২০১৯  

সিরাজগঞ্জের শাহজাদপুরে শুক্রবার সকালে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী ও বিছানা থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- ওই উপজেলার ৯নং ওয়ার্ডের বাড়াবিল মধ্যপাড়া গ্রামের রাজমিস্ত্রি হইজন প্রামাণিক, রেখা খাতুন।

নিহত রেখার ভাই রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। সকালে অনেক ডাকাডাকি করেও তাদের সাড়া মেলেনি। পরে জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পান।

শাহজাদপুর সার্কেলের এসপি ফাহমিদা হক শেলী জানান,
রেখা খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
 

ডেইলি বাংলাদেশ/এআর