Alexa শাহজাদপুরে সিএনজি অটোভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত 

শাহজাদপুরে সিএনজি অটোভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০২:০৬ ২০ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রোববার সন্ধ্যায় সিএনজি ও অটোভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আমিরুল চড়াচিথুলিয়া গ্রামের সালেক মোল্লার ছেলে। 

এ ঘটনায় সিদ্দীক ফকির নামে এক ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, উপজেলার পোতাজিয়া ইউপির চড়াচিথুলিয়া সড়ক দিয়ে ডেমরাগামী সিএনজির সঙ্গে বঘাবাড়ীগামী অটোভ্যানের সংঘর্ষ হলে অটোভ্যানটি খাদে পড়ে যায়। এ সময় ভ্যানচালক আমিরুল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বেড়া সরকারি হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। 

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকে