শহিদদের স্মৃতি চিহ্ন অঙ্কন করে পুরস্কার পেল শিশুরা
লালমনিরহাট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৯:৩৪ ২২ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ০৯:৪৮ ২২ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মৃতি বিজরিত বিভিন্ন দৃশ্যের চিত্রাঙ্কন করে পুরস্কার পেয়েছে ক্ষুদে শিক্ষার্থীরা।
শুক্রবার রাতে লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
লালমনিরহাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও সর্বস্তরের মানুষ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। দেশের আগামী দিনের কর্ণধার শিশুদের মাঝে ভাষা আনন্দোলনের ইতিহাস তুলে ধরতে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের ডিসি আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, এসপি এনএম নাসির উদ্দিন প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/জেডআর