Alexa শর্ত মেনে বিদেশে চিকিৎসার প্রস্তাব নাকচ করলেন নওয়াজ শরীফ

শর্ত মেনে বিদেশে চিকিৎসার প্রস্তাব নাকচ করলেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৫৪ ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ১৮:৫৬ ১৩ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারের দেয়া শর্ত মেনে বিদেশে চিকিৎসার প্রস্তাব নাকচ করে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। 

মঙ্গলবার মন্ত্রি পরিষদ ও সাব-কমিটির মধ্যে কয়েক দফা বৈঠকের পর তিনি এ প্রস্তাব নাকচ করে দেন বলে জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম ডন নিউজ। 

আল-আজিজিয়া স্টিল মিলস এবং অ্যাভেনফাইল্ড প্রপার্টিজের দু’টি দুর্নীতি মামলায় কারাবন্দী নওয়াজ’কে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে সিকিউরিটি বন্ড হিসেবে সাত বিলিয়ন রুপি জমা দেয়ার শর্ত দিয়েছিলো ইমরান খান সরকার। তবে সরকারের এই প্রস্তাবে সম্মত হননি নওয়াজ।

মঙ্গলবার এ বিষয় নিয়ে তিন দফায় বৈঠক হয়। প্রথম দফা শুরু হয় স্থানীয় সময় সকাল ১০টায়। শেষ হয় দুপুর দেড়টায়। দ্বিতীয় দফা চলে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবং সর্বশেষ বৈঠকটি হয় রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত।

মন্ত্রিসভার সাব-কমিটির চেয়ারম্যান আইনমন্ত্রী ফারুক নাসিম সংবাদ মাধ্যমকে জানান, কমিটি এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা থেকে আসবে।

তিনি বলেন, আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারব না। কিন্তু আমরা মন্ত্রিসভা কাছে বুধবার সুপারিশ করব।

ডেইলি বাংলাদেশ/মাহাদী