Alexa শর্তসাপেক্ষে ফরিদপুর হবে সিটি কর্পোরেশন

শর্তসাপেক্ষে ফরিদপুর হবে সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫৮ ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ১৮:০০ ২১ অক্টোবর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৬তম সভায় সভাপতিত্ব করেন- পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৬তম সভায় সভাপতিত্ব করেন- পিআইডি

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব শর্তসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। 

শফিউল আলম বলেন, ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব শর্তসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিকার। নীতিগত সিদ্ধান্ত হলো- বিভাগীয় সদর দফতরই হবে সিটি কর্পোরেশন। ফরিদপুর এখনো বিভাগীয় শহর হয়নি। যখন বিভাগীয় শহর হবে তখন থেকেই ফরিদপুর সিটি কর্পোরেশন কার্যকর হবে।

কুমিল্লা, নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর তো বিভাগ নয়, সেখানে তো সিটি কর্পোরেশন আছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, এটা অতীতে হয়ে গেছে, ভবিষ্যতে হবে না। গাইডলাইন হলো বিভাগীয় সদর হলে ওখানে সিটি কর্পোরেশন হবে। 

এই গাইডলাইন ভবিষ্যতের জন্য অনুসরণীয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এমআরকে