‘শরীর-মনকে ভালো রাখে খেলাধুলা’
খুলনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:২৭ ১৫ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন।
শনিবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে।
ডিসি বলেন, আন্তর্জাতিকভাবেও আমাদের ছেলে-মেয়েরা সুনামের সঙ্গে কৃতিত্ব অর্জন করছে। যার প্রমাণ ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের জয়।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা কমিটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রাইম ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এমভি সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা কমিটির সম্পাদক এসএম ইনামুল কবির মন্নু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, যুগ্ম সাধারণ সম্পদক জিএম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর ইসলাম প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এমআর