Alexa শরণখোলা প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবর

শরণখোলা প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবর

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৫৫ ১৫ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের শরণখোলা প্রেস ক্লাবের নতুন কমিটির নির্বাচন ২৫ অক্টোবর। সোমবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে সাধারণ পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় ক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত করে বাবুল দাসকে আহবায়ক, হুমায়ূন কবির ও মনিরুজ্জামান আকনকে যুগ্ম আহবায়ক করে নির্বাচনী কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় প্রেস ক্লাবের কার্যকরী কমিটির মেয়াদ দুই বছর করার সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন, সদস্য শেখ মোহাম্মদ আলী, ইসমাইল হোসেন লিটন, আবদুর রাজ্জাক তালুকদার, মহিদুল ইসলাম, আমিনুল ইসলাম সাগর, হুমায়ূন কবির, আবদুল মালেক রেজা, মিজানুর রাকিব, এমাদুল হক শামীম, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান আকন, সাবেরা ঝর্না প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর