Alexa শপিংমলে নেচে শামির মেয়ের বাজিমাত (ভিডিও)

শপিংমলে নেচে শামির মেয়ের বাজিমাত (ভিডিও)

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:১৩ ১২ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের টেস্ট দলের নিয়মিত মুখ মোহাম্মদ শামি। সম্প্রতি বিশাখাপত্তমে অনুষ্ঠিত প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে একাই গুঁড়িয়ে দিয়েছেন তিনি। শেষ দিনে রিভার্স সুইংয়ের জাদুতে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি। ভালো বল করছেন পুনেতে দ্বিতীয় টেস্টেও। তবে ক্রিকেটারের বাইরেও তার আলাদা একটি পরিচয় আছে। একজন ভালো বাবা তিনি। সম্প্রতি ইন্সটাগ্রামে মেয়ের নাচের একটি ভিডিও পোস্ট করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুতই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটি। 

শামির ভিডিওতে দেখা যায়, একটি পিচ্চি মেয়ে ভোজপুরি গানের সঙ্গে নাচছে। আশেপাশের পরিবেশ দেখে কোনও এক শপিং মলের মধ্যেই এটা ঘটেছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। ভিডিও পোস্ট করে ক্যাপশনে শামি লিখেছেন, আমার পুতুল। বাবার চেয়ে অনেক ভাল নাচতে পারে।

অবশ্য শামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের বিবাহ-বিচ্ছেদের মামলা এখনও চলছে। আদালত থেকে তার নামে কিছুদিন আগে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। আপাতত ঠেকানো গিয়েছে যদিও। তাঁর স্ত্রীর অভিযোগ, বিবাহের বাইরে একাধিক সম্পর্কে জড়িয়েছেন শামি। করেছেন অত্যাচারও। অবশ্য সব অভিযোগকে প্রথম থেকেই অসত্য বলে দাবি করেছেন শামি।

ভিডিও দেখতে >>>এখানে<<< ক্লিক করুন 

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ