Alexa শঙ্খ নদীতে মিললো অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

শঙ্খ নদীতে মিললো অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:০২ ২২ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার জুঁইদন্ডী ইউপির গোদার গোড়া এলাকার শঙ্খ নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শঙ্খ নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। বৃদ্ধের আনুমানিক বয়স ৫০ বছর। 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, মরদেহ দেখে মনে হচ্ছে চার-পাঁচদিন ধরে পানিতে ভেসে ছিল। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

ডেইলি বাংলাদেশ/আরএম