Alexa লৌহজং থানা ভবনের ছাদে ধস, শ্রমিক নিহত

লৌহজং থানা ভবনের ছাদে ধস, শ্রমিক নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:২৮ ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৮:২৯ ১২ ডিসেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে থানা ভবনের ঢালাইয়ের ছাদ ধসে নির্মাণ শ্রমিক মন্নাফ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার শ্রমিক।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিরঅংক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক নাটোরের সিংড়ার কৈ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- রাকিব, হাসান ও শিহাবসহ অজ্ঞাত একজন। আহত শ্রমিকদের বাড়ি নাটোরের সিংড়ায় বলে জানা গেছে। 

লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, লৌহজং থানার নির্মানাধীন নতুন ভবনের ঢালাই কাজের সময় পিলারসহ বারান্দার ছাদ ধসে পড়ে। এ ঘটনায় ধসে পড়া স্তুপে চাপা পড়ে মন্নাফ নিহত হয়েছেন। এছাড়া স্তুপের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় তিন নির্মাণ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। শ্রমিকরা জানিয়েছে, স্তুপের ভেতরে এখনো এক নির্মাণ শ্রমিক আটকা পড়ে আছেন। তাকে উদ্ধার করতে সেখানে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এছাড়া আহতদের লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

লৌহজংয়ের ইউএনও মো. কাবিরুল ইসলাম খাঁন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার খবরটি ডিসি মো. মনিরুজ্জামান তালুকদারকে জানানো হয়েছে। ডিসির নির্দেশে এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ