Alexa লা লিগার শুভেচ্ছা দূত হয়ে ইতিহাসে রোহিত শর্মা

লা লিগার শুভেচ্ছা দূত হয়ে ইতিহাসে রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪৫ ১৩ ডিসেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ স্প্যানিশ লা লিগার সঙ্গে যুক্ত হলেন ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মা। ভারতে স্প্যানিশ ফুটবল লিগের শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন তিনি। স্প্যানিশ ফুটবল ইতিহাসে এই প্রথম ফুটবলের বাইরের কেউ লীগের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন।

লা লিগার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও ফুটবলের জনপ্রিয়তা বেড়ে চলেছে। এটি আনন্দের বিষয় যে এখানে এটিকে আর ‘ঘুমন্ত দৈত্য’ হিসেবে দেখা হচ্ছে না।’

এক বিবৃতিতে রোহিত বলেন, ‘৫ বছরেরও অধিক সময় ধরে পর্যবেক্ষণের পর আমরা নিশ্চিত হয়েছি যে ভারতেও ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে। এর জন্য সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সেই সঙ্গে এর সমর্থকরাও।

তিনি বলেন, লা লিগার সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। তৃনমূল পর্যায় থেকে কর্মসূচি নিয়ে ভারতীয় ফুটবলের উন্নয়নে স্প্যানিশ জায়ান্টদের এমন উদ্যোগ উৎসাহব্যাঞ্জক। বিশেষ করে লা লিগার চমৎকার খেলার সঙ্গে এটিকে আমি আকর্ষণীয় এক যাত্রা হিসেবে দেখছি। ভারতীয় ফুটবল ভক্তদের সঙ্গে যুক্ত হবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ডেইলি বাংলাদেশ/এম