লা লিগায় প্রথম গোল পেলেন ‘জাপানিজ মেসি’
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:৪৪ ১১ নভেম্বর ২০১৯ আপডেট: ১৭:০৮ ১১ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত
স্প্যানিশ লা লিগায় প্রথম গোলের দেখা পেলেন ‘জাপানিজ মেসি’ খ্যাত তাকেফুসো কুবো। ভিয়ারিয়ালের বিপক্ষে মায়োর্কার ৩-১ গোলের ম্যাচে গুরুত্বপূর্ণ একটি গোল করেন কুবো।
রিয়াল মাদ্রিদ থেকে ধারে বর্তমানে মায়োর্কার হয়ে খেলছেন কুবো। এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে বক্সের দুরূহ কোণ থেকে দারুণ এক গোলে মায়োর্কার লিড বাড়িয়ে নেন ১৮ বছর বয়সী এ তারকা।
মোয়োর্কা দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে কুবোকে। তবে ধীরে ধীরে নিজেকে প্রমাণ করতে শুরু করেছেন তিনি।
কিশোর কুবোকে নিয়ে ব্শে সতর্ক মায়োর্কার কোচ ভিসেন্তে মোরেনো। তবে এখন যেহেতু সে গোল পাওয়া শুরু করেছে, তাই তাকে মাঠের বাইরে রাখাও কঠিন হবে।
ডেইলি বাংলাদেশ/এম