Alexa লাহোরে বৃষ্টি, বিলম্ব হচ্ছে টসে

লাহোরে বৃষ্টি, বিলম্ব হচ্ছে টসে

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫৯ ২৭ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচেই অসহায়ভাবে আত্মসমর্পণ করেছেন বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে বিধ্বস্ত হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

নিজেদের সম্মান বাঁচানোর পাশাপাশি হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে দুপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা বিলম্বিত হচ্ছে। 

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মাঠের পিচ এখনো ঢাকা আছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি থামলেও আকাশ মেঘলা থাকতে পারে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও হাসান মাহমুদ। 

ডেইলি বাংলাদেশ/এম