Alexa লাশের সারি স্বজনদের আহাজারি 

লাশের সারি স্বজনদের আহাজারি 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৩১ ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ১৬:১৫ ১২ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। মাঠটিতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে মরদেহ। স্বজনকে ফিরে পাওয়ার আশা নিয়ে আসলেও মরদেহ নিয়ে ফিরছেন অনেকেই।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া যায়নি সেগুলো বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উঠানে রাখা হয়েছে। এ দুর্ঘটনায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পাশাপাশি আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেয়া হচ্ছে। 

কুমিল্লা সদর হাসপাতালের সূত্রানুযায়ী, সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ১৩ জন আহত যাত্রীকে নেয়া হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন মহিলা ও একজন শিশু। এদের মধ্যে ১০ যাত্রীকে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাত পৌনে ৩টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে উদয়ন এক্সপ্রেসকে ধাক্কা দেয় তূর্ণা নিশীথা। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা নিহতদের হাতের আঙুলের ছাপ নিয়ে তাদের পরিচয় শনাক্ত করছেন।

ডেইলি বাংলাদেশ/জেএস/এআর