Alexa লালমনিরহাটে সাংবাদিকদের ‘নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি’ বিষয়ক প্রশিক্ষণ

লালমনিরহাটে সাংবাদিকদের ‘নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি’ বিষয়ক প্রশিক্ষণ

লালমনিরহাট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৪৬ ১১ নভেম্বর ২০১৯   আপডেট: ১৭:৪৬ ১১ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে সাংবাদিকদের নিরাপত্তা, ঝুঁকি চিহ্নিত করণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায়, নিউজ নেটওয়ার্ক ঢাকা ও উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের ২৫ জন কর্মী।

সোমবার দুপুরে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেছেন লালমনিরহাটের এসপি এসএম রশিদুল হক।

এসপি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। এ পেশায় যথেষ্ট ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকির মধ্যেও দায়িত্ব পালন করার কৌশল শেখাতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আশা করি, এ প্রশিক্ষণ তাদের কাজে যথেষ্ট সহায়তা করবে।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস ফোরামের সভাপতি ড. এসএম শফিকুল ইসলাম, নিউজ নেটওয়ার্ক ঢাকার নির্বাহী পরিচালক শহিদুজ্জামান, ইউএসএস’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর