Alexa লাবুশানের হ্যাটট্রিক শতক, প্রথম ইনিংসে ৪১৬ অস্ট্রেলিয়ার

লাবুশানের হ্যাটট্রিক শতক, প্রথম ইনিংসে ৪১৬ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:১২ ১৩ ডিসেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্নাস লাবুশানের টানা তৃতীয় শতকে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৪১৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। 

 

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পার্থে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি ক্যাপ্টেন টিম পেইন। অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে দারুণ ব্যাটিং প্রদর্শনী শুরু করেন ব্যাটসম্যানরা। ওপেনার জো বার্নস মাত্র ৯ রান করে ফিরে গেলেও আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচের নিয়ন্ত্রণে বসান আগের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো মার্নাস লাবুশানে। 

ডেভিও ওয়ার্নার ৪৩ রানে ফিরে গেলেও শতক তুলে নেন লাবুশানে। ২৪০ বলে ১৪৩ রান করেন তিনি। তার ইনিংসে ছিলো ১৮টি চার ও ১টি ছয়ের মার। 

এছাড়া স্মিথ ৪৩, ট্রাভিস হেড ৫৬ ও টিম পেইন ৩৯ ও মিচেল স্টার্কের ৩০ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ১৪৬.২ ওভারে অলআউট হওয়ার আগে ৪১৬ রান তোলে অজিরা। 

নিউজিল্যান্ডের টিম সাউদি ও নেইল ওয়াগনার ৪টি করে উইকেট নেন। বাকি দুটি উইকেট ভাগ করে নেন ডি গ্রান্ডহোম ও জিত রাভাল।

ডেইলি বাংলাদেশ/এম