Alexa লাগে পাঁচশ টাকা বেশি দেব, নামিয়ে দাও ভাই! (ভিডিও)

লাগে পাঁচশ টাকা বেশি দেব, নামিয়ে দাও ভাই! (ভিডিও)

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৩৯ ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ১৮:৩৩ ২৮ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বন্ধুদের সঙ্গে মানালিতে ঘুরতে গিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের বান্দার নাগরিক বিপিন সাহু। সেখানে শখ করে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন তিনি। 

প্যারাগ্লাইডিংয়ের সময় উপরে উঠে বিপিন যা করেছেন তা এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই ভিডিও দেখে যেন হাসি থামছেই না নেটিজেনদের।

ভিডিওতে দেখা যাচ্ছে, ইন্সট্রাক্টর সঙ্গে প্যারাগ্লাইডিং করতে উঠেছেন বিপিন। কিন্তু একটু উপরে ওঠার পরই ভয়ে কুঁকড়ে যেতে থাকেন তিনি। সেই সময় তার চোখে মুখের অবস্থা ধরা পড়েছে ওই ভিডিওতে। 

এ সময় বিপিনকে একাধিক গালাগাল করতেও দেখা গেছে। এমনকি মাঝ পথে বিপিন তার ইন্সট্রাক্টর বলছেন, লাগে পাঁচশ বেশি দেব, আমাকে মাটিতে নিয়ে চলো।

ভিডিওটি ধারণ করা হয় গত ৮ জুলাই। কিন্তু তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় চলতি সপ্তাহে। 

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে