Alexa লাকসামে উচ্ছেদের প্রতিবাদ জানাল হরিজনরা

লাকসামে উচ্ছেদের প্রতিবাদ জানাল হরিজনরা

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:১৮ ১৬ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার লাকসামের উচ্ছেদের প্রতিবাদ করেছে হরিজন সম্প্রদায়ের লোকেরা। এ উপলক্ষে শনিবার উপজেলার রেলওয়ে জংশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। 

মানববন্ধনে হরিজন সম্প্রদায় কমিটির নেতারা জানান, লাকসাম রেলওয়ে জংশন মেডিকেল কলোনিতে হরিজন সম্প্রদায়ের প্রায় ২০টি পরিবার বসবাস করে। ব্রিটিশ আমল থেকে এখনো একই কলোনিতে বসবাস করছে তারা। সেখানে থেকে লাকসাম রেলওয়ে জংশন ও পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে হরিজনরা। কিন্তু বাংলাদেশ রেলওয়ের চলমান অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে হরিজনদের উচ্ছেদের নোটিশ দেয়। হরিজন জনগোষ্ঠী ভূমিহীন। তাদের কোথাও থাকার জায়গা নেই। এছাড়া তাদের কেউ ঘর বা বাড়ি ভাড়া দেয় না। এ প্রক্রিয়ায় উচ্ছেদ করলে তাদের যাওয়ার জায়গা নেই। তাই লাকসাম রেলওয়ের জংশন মেডিকেল কলোনির পরিত্যক্ত জায়গাটিতে থাকার ব্যবস্থার জোর দাবি জানান তারা।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, হরিজন সম্প্রদায়ের সভাপতি পুনম, রাজিব, লালন প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এমকেএ