লটকন বাগানে বসে ডাকাতির প্রস্তুতি, আটক ৩
বেলাব ( নরসিংদী ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:৫০ ২০ জানুয়ারি ২০২০

ছবি : সংগৃহীত
নরসিংদীর বেলাবতে লটকন বাগানে বসে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার চর উজিলাব গ্রামের তামিমের লটকন বাগান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার চর আমলাবের হারুন অর রশিদের ছেলে সোহরাব, সিরু চানের ছেলে মো. রবি ও জয়নাল আবেদীনের ছেলে মিঠু মিয়া।
বেলাব থানার এসআই মীর মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই লটকন বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ