Alexa লক্ষ্মীপুরের তিন ইউপিতে বিজয়ী যারা

লক্ষ্মীপুরের তিন ইউপিতে বিজয়ী যারা

লক্ষ্মীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:২৩ ২৬ জুলাই ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

লক্ষ্মীপুরের তিনটি ইউপির চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল হক জানান, জেলার কমলনগরের চরলরেন্স ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আহসান উল্যাহ হিরণ নৌকা প্রতীকে দুই হাজার ৮২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন মোটরসাইকেল প্রতীকে দুই হাজার ৪৩৭ ভোট পেয়েছেন।

এদিকে, রামগতির বড়খেরী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হাসান মাকসুদ মিজান নৌকা প্রতীকে দুই হাজার ৮০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মিরাজ আনারস প্রতীক দুই হাজার ২২২ ভোট পেয়েছেন।

অন্যদিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এম বেল্লাল হোসেন আনারস প্রতীকে তিন হাজার ৬৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান নৌকা প্রতীকে এক হাজার ৯২৯ ভোট পেয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়।

জেলার চারটি ইউপিতে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রামগঞ্জের কাঞ্চনপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. নাছির খান আগেই বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়া সদর উপজেলার উত্তর জয়পুর, কমলনগরের চরলরেঞ্চ ও রামগতির বড়খেরী ইউপিতে বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে দুজন চেয়ারম্যান পদত্যাগ ও দুজনের মৃত্যু কারণে চারটি ইউপিতে চেয়ারম্যান পদ শূন্য হয়। পরে নির্বাচন কমিশন চারটি ইউপিতে উপ-নির্বাচনের নির্দেশ দেয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics
শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩