Alexa লংকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ দল

লংকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:০২ ১৩ অক্টোবর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রায় এক মাসের সফর শেষে লংকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ দল। রোববার সকাল সোয়া এগারোটায় ঢাকায় পৌঁছায় দল। শ্রীলংকা সফরে দুইটি চার দিনের ম্যাচ ড্র ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয় করেছে বাংলাদেশ দল।

সফরে দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজে বৃষ্টিবিঘ্নিত দুইটি ম্যাচই হয় ড্র। তবে পরে ওয়ানডে সিরিজে বাজিমাত করেছেন মোহাম্মদ নাঈম, সাইফ হাসানরা। তিন ম্যাচ সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। সফরে চারদিনের ম্যাচের সিরিজে অধিনায়ক ছিলেন মুমিনুল হক। আর ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ মিথুন।

দেশে পৌঁছে বিশ্রামের জন্য বেশি সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আগামী ১৭ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে খেলতে নামবেন শ্রীলংকা সিরিজ জিতে আসা ক্রিকেটাররা।

ডেইলি বাংলাদেশ/আরএস